ফয়সাল আহাম্মেদ, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ১৮ মার্চ ২০২৫ তারিখে চার সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার।
নতুন ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িগোয়ালিনী ইউনিয়নের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার (পদাধিকারবলে সেক্রেটারি), শিক্ষক প্রতিনিধি মাস্টার রুহুল আমিন এবং অভিভাবক সদস্য আইয়ুব আলী।
কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। কমিটির সকল সদস্যদের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবো এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করবো।”
এই চার সদস্যের কমিটি আগামী ছয় মাস বিদ্যালয়ের সার্বিক পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালন করবে।