1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:-
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্ত্রীর ওপর নির্মম নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় নিলুফা খাতুন (৩০) নামের ওই গৃহবধূ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী নিলুফার পিতা জহুর আলী মল্লিক জানান, ২০১৩ সালে ইসলামী শরীয়ত মোতাবেক ১ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য্যে তার মেয়ের ইন্দ্রনগর গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের পুত্র আব্দুল কাদেরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আব্দুল কাদের মোটরসাইকেল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও বিভিন্ন সময়ে নগদ অর্থ–সহ প্রায় ৭ লাখ টাকা যৌতুক নেয় এবং বিভিন্ন দাবি তুলে নিয়মিতভাবে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছে ।
দাম্পত্য জীবনে তাদের সাজ্জিনা (১১)নামের ১ কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে অভিযোগে আরও বলা হয়, ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে আব্দুল কাদের আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। নিলুফা টাকা দিতে অস্বীকার করলে সে মারধর করে নাতনিসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে নিলুফা পিত্রালয়ে বসবাস করে আসিতেছে।

এ সময় স্বামী আব্দুল কাদের মোবাইলে তাকে তালাক দেওয়ার হুমকি, বাড়িতে গেলে হত্যার হুমকি—নানা ভয়ভীতি দেখাতে থাকে। স্থানীয়ভাবে একাধিক শালিস হলেও সমাধান হয়নি। পরে নিলুফা আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার চলমান অবস্থায় গত শুক্রবার আদালতের নির্দেশে নিলুফাকে স্বামী তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু শনিবার দিবাগত রাত সাড়ে দশটার পর ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং প্লাস্টারের কাঠি দিয়ে বেধড়ক মারধর করেন আব্দুল কাদের।

নিলুফার চিৎকার শুনে প্রতিবেশী আরিজুল সরদার ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় মেম্বার আব্দুল গফুর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে রাত ১২টার পর আহত অবস্থায় নিলুফাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, নিলুফার গলায় রশির দাগ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তার অবস্থা ‘ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

পরিবারের দাবি, আদালতের নির্দেশ অমান্য করে পূর্ব পরিকল্পিতভাবে নিলুফাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত আব্দুল কাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।