আবু হাসান, শ্যামনগর প্রতিনিধি॥
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে (কালিঞ্চী) জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকাল ৩টায় কালিঞ্চী এ. গফফার মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং রমজান নগর ইউনিয়নের আমীর গাজী নজরুল ইসলাম এবং পরিচালনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা শাহীদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক শেখ ইমাম হাসান ও শ্যামনগর ছাত্রশিবির পৌর সভাপতি মোঃ জাহিদ হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, ইউনিয়ন সেক্রেটারি মোঃ আবুল কাশেম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিনুর রহমান, ৪ নং নূরনগর ইউনিয়নের মিডিয়া প্রতিনিধি আবু হাসান, রমজান নগর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মোঃ নাঈমুর রহমান, ভুরুলিয়া ইউনিয়ন ছাত্রশিবির সেক্রেটারি মোঃ আবু রায়হানসহ আরও অনেকে।
পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।