শ্যামনগর (সাতক্ষীরা): ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার উপজেলা সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ৫ এপ্রিল শনিবার মাহমুদ কারিমিয়া রশিদিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা হাফেজ আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে এবং একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে পি.আর. (সংখ্যানুপাতিক হারে) ভিত্তিক নির্বাচনী পদ্ধতির দাবি জানান।
অনুষ্ঠানে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ, সহ-সভাপতি হাফেজ মোঃ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল্লাহ দায়িত্ব লাভ করেন।