আবু হাসান, নূরনগর (শ্যামনগর),
শ্যামনগরের নূরনগর ইউনিয়নের দূরমুজখালী গ্রামে বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল মজিদ গাজীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) যোহর নামাজের পর মরহুমের নিজস্ব বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর সুযোগ্য সন্তান রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মাদ্রাসার এতিম শিক্ষার্থী, আত্মীয়স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ আব্দুর রউফ। এরপর নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আশরাফুল আলমের পরিচালনায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মন্টু, উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সামাদ, মাওলানা হাবিবুর রহমান হাবিব, মাওলানা মোহাব্বত আলী, সহকারী অধ্যাপক মোঃ গোলাম শাহ-নওয়াজ রাজু, সহকারী অধ্যাপক মোরশেদ আলম, মাস্টার জাহাঙ্গীর ইসলাম, মিডিয়া প্রতিনিধি আবু হাসান, মইনুদ্দিন লাভলু, নজরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুনির হোসেন, নওয়াজ সরদার, খায়রুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে মরহুম আব্দুল মজিদ গাজীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল মজিদ।