এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে “দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকাল ৩টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান। এছাড়াও ‘ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত মেজাজ ও পরিবেশ’ শীর্ষক মূল আলোচনা পেশ করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান। “বর্তমান প্রেক্ষাপটে সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন সাবেক এমপি জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। বৈঠকে উপস্থিত বিভাগভিত্তিক দায়িত্বশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পর্যালোচনামূলক অধিবেশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।