আবু হাসান, নূরনগরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন শাখার সহযোগিতায় এলাকাবাসীকে সাথে নিয়ে ৩ নাম্বার ওয়ার্ডের রাজাপুর গ্রামের ইটের এর রাস্তা কাজ শুরু। ৯ মে শুক্রবার সকাল ৮ টায় কাজটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি মানবিক বাংলাদেশ চায় যেখানে সকলেই ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবে। তিনি এলাকার উন্নয়নের সকলের অংশগ্রহণের আহবান জানান, তিনি আরো বলেন, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সত্যিকার অর্থেই মানবিক বাংলাদেশ গড়ে তুলি, যাতে করে পারস্পরিক কোন ভেদাভেদ না থাকে।
অর্থায়নে টিআর এর ২ লাখ টাকার বাজেটে ৩ নাম্বার ওয়ার্ডের রাজাপুর গ্রামের আব্দুর রশিদ কারীকারের বাড়ির পাশ থেকে শুরু করে কাটাখালি মসজিদ এর দিকে যতদূর কাজ করা যায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আমিন নায়েবে আমির গাজী মজিবর রহমান,সেক্রেটারি লিয়াকাত হোসেন বাবু, যুব বিভাগের সেক্রেটারি আব রাসেল রাজু,৩ নং ওয়ার্ডের সভাপতি ফারুক হোসেন, মনসুর আলী, আব্দুল্লাহ আব্দুল মজিদ, আমিনুর রহমান প্রমুখ।