দক্ষিণের বার্তা ডেক্স রিপোর্ট :
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ই জুলাই)বিকাল ৪ টায় ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগ এর আয়োজনে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে
বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা ও বিভিন্ন থেকে ক্রীড়া প্রেমী দর্শক-শ্রোতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
২ নং ওয়ার্ড রামজীবনপুর ফুটবল একাদশ ও ৫ নং ওয়ার্ডে কুলতলি ফুটবল একাদশ এরমধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ২-০গোলে ৫ নং ওয়ার্ডে কুলতলি ফুটবল একাদশকে পরাজিত করে ২ নং ওয়ার্ড
রামজীবনপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
জামায়াতে ইসলামী ইউনিয়নে আমীর আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ হাসানুল বান্না এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুর রহমান। এসময় তিনি বলেন, ৫ ই আগস্টের বিজয় লাভের পর একটি সুন্দর ও বসবাসযোগ্য দেশ তৈরিতে তরুণ এবং যুবকদের ভূমিকা পালন করতে হবে। দেশের যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা দরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, উপজেলা সূরা সদস্য মাওঃ আব্দুল মজিদ, আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমির মোঃ মজিবুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব লিয়াকাত হোসেন বাবু,অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, বিজ্ঞান তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়ার সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন জামায়াতের পেশাজীবের সংগঠনের সেক্রেটারির রাশিদুল ইসলাম, ওলামা বিভাগের সহ-সভাপতি মাওঃ আব্দুল হান্নান ,ইউনিয়ন যুব জামায়াতের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, সহকারি সেক্রেটারি মোঃ মাহাবুব রহমান,শ্রমিক কল্যাণের সভাপতি নূর আলম, সেক্রেটারি মোঃ আশরাফ হোসেন,গোলাম মোস্তফা,নাজমুল হোসেন,ইউনিয়ান মিডিয়া প্রতিনিধি আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।