আব্দুস সালাম, নিজস্ব প্রতিবেদক :
জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুমানতলী কামিল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫”। বুধবার (৩১ জুলাই) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর পরপর শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা—বিতর্ক, উপস্থাপনা, বক্তব্য প্রদান ও কবিতা আবৃত্তি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ক বিষয়বস্তুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের বক্তব্য ও উপস্থাপনা তুলে ধরে।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে দলের নেতৃত্ব দেন গুমানতলী কামিল মাদ্রাসার ছাত্র এবিএম কাইয়ুম রাজ। যুক্তিভিত্তিক উপস্থাপনা, দৃঢ় আত্মবিশ্বাস ও বাস্তবমুখী বিশ্লেষণের জন্য তিনি বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা অর্জন করেন এবং তার দল বিতর্কে প্রথম স্থান লাভ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর কল্পনার বিষয় নয়—এটি বাস্তব। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করাই আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আয়োজনের মাধ্যমে সেই দায়িত্ব কিছুটা হলেও আমরা পালন করতে পারছি।”
তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক আফজাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
সকালব্যাপী এই শিক্ষামূলক আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, পরিবেশ সচেতনতা এবং উপস্থাপনাশৈলী সকলের দৃষ্টি কেড়ে নেয়। আয়োজনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন অনেকে।