আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরনগরে জামায়াতে ইসলামীর মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১-৮-২৫ আগস্ট) দুপুর ৪ টায় নূরনগর ইউনিয়ান জামায়াতে ইসলামীর আয়োজনে অফিস কার্যালয়ে জামায়াতে ইসলামী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে ইউনিয়ন জামায়াতের
আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু এর পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক এস এম ফজলুল হক। এসময় তিনি বলেন,বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই আকাঙ্খা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো। এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানী দিতে জামায়াতের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মহসিন আলম।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির মোঃ মজিবুর রহমান, সহকারি সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, বিজ্ঞান তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়ার সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ হাসানুল বান্না, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়ন
শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ নূর আলম ইউনিয়ান মিডিয়া প্রতিনিধি আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।