গাজী নূরুল আমিন,( কৈখালী থেকে)
আজ (১৮ই আগস্ট) সোমবার বিকাল ০৪টায় কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের নূতন ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কৈখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
ইউনিয়ন জামায়াতের, আমির মৌলুভি রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মু.মাকসুদুর রহমান আলমের সঞ্চালনায়,
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার কর্ম পরিষদ ও শূরা সদস্য, উপজেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুর রহমান ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা নায়েবে আমির ও আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন মাহমুদ
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান, যুব বিভাগের সভাপতি ও জয়েন্ট সেক্রেটারি, সাঈদী হাসান বুলবুল, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু ইদ্রীস,যুব বিভাগের সভাপতি মোঃ আবু মুসা ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুর মজিদ প্রমুখ।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং সামনের দিনগুলোতে ইসলামী আন্দোলনকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।