জামাল ফারুক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা পূর্ব শাখার সেক্রেটারি আলী হাসান মুজাহিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম এবং থানা শিবিরের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্রশিবির আজ দেশের ছাত্রসমাজের কাছে সভ্য, ভদ্র ও মেধাবী ছাত্রদের ঠিকানা হিসেবে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শিক নেতৃত্ব গঠনের লক্ষ্যে ছাত্রশিবিরের এ প্রয়াস আরও বেগবান করতে হবে।
কর্মশালায় উপজেলা পূর্ব শাখার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।