হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম মোস্তফা আল মামুনের (হাজী মনিরের) পক্ষে নির্বাচনী গণসংযোগ, শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ২টায় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে শো-ডাউনটি শুরু হয়ে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড ও বংশীপুর বাসস্ট্যান্ড ঘুরে শেষ হয়। নেতৃত্ব দেন হাত পাখা প্রতীকের প্রার্থী এস এম মোস্তফা আল মামুন।
পথসভায় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুবাশশীরুল ইসলাম তকী, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি আরমান হুসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আবুল হোসেন, আব্দুল হাই সিদ্দিক, ছাত্রনেতা গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, ইঞ্জিনিয়ার ফয়জুল্লাহ, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা খাইরুল বাশার, এস কে নাসির, কাজী মোনায়েম কবীর, মাওলানা তাওহিদুল ইসলাম তুহিন, ডা. মুহাম্মাদ ইসহাক আলী সরদার, আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মোস্তফা আল মামুন বলেন,
আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি, বাঁধ ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেবো। লবণসহনশীল কৃষি, মাছ ও বিকল্প জীবিকা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় বেকারদের জন্য টেকসই কাজের ব্যবস্থা করবো। নারীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ নিশ্চিত করবো।
তিনি আরো বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারে উদ্যোগ নেয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য সমান সুযোগ ও ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে আন্তধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি সুন্দরবনঘেঁষা এ অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং মানবিক সমাজ গঠনই হবে তাঁর মূল লক্ষ্য।
মোস্তফা আল মামুন বলেন,
আমার পূর্বপুরুষদের ধারাবাহিকতায় আমি আমৃত্যু জনসেবায় নিবেদিত থাকবো। নেতা নয়, একজন সেবক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো।