রাশিদুল ইসলাম, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন ৩ নং ওয়াডে বাংলাদেশ জামায়াতের ইসলামী উদ্যোগে সোমবার সন্ধ্যায় ৭: ০০ টায় ঢালী বাড়ি জামে মসজিদে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত কর্মী সম্মেলনে ৩ নং ওয়াডে মো: ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷ উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা,ও উপজেলা জামায়াতের শুরা সদস্য আব্দুল মজিদ সাহেব৷
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন৷ নূরনগর ইউনিয়ন জামায়াতের আমির ডাঃ রুহুল আমিন, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক আবুল হাজী, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি হাসানুল বান্না,
সেক্রেটারি আবু রাসেল রাজু,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূর আলম,
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীদের সাহস,ত্যাগ ও সততার অপরিহার্য৷ তিনি আরো বলেন, সংগঠনের মূল শক্তি কর্মীরা, তাই সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে৷ একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে শুধু নেতৃত্বের কারণে নয়, বরং তার কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার কারণে৷ আজকের কর্মী সম্মেলনে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম আমাদের আদর্শের সাথে হতে হবে৷ আমি আশা করি, আমাদের উৎসাহ ও একা গ্রেতা আমাদের উপজেলাকে আরো শক্তিশালী করবে৷ শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান৷