শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাছারী ব্রিজ এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদে9শ ইসলামী আন্দোলনের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচন তার অন্যতম দৃষ্টান্ত।
বিশেষ অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, আটুলিয়ার জনশক্তিকে কুরআনের আলোকে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, সহকারী সেক্রেটারি সাঈদী হাসান বুলবুল এবং উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. আলী মূর্তজা।