আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডাকসুতে শিবিরের বিশাল জয় উপলক্ষে বুধবার সকাল ১০ টায় নূরনগর নতুন মাসের সেটে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় জনসাধারণের মাঝে এক আনন্দঘন পরিবেশ। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ হাসানুল বান্না এ সময় তিনি বলেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করায় আমি অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।
সময় আরো উপস্থিত ছিলেন
ইউনিয়ন যুব জামায়াতের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সেক্রেটারি রাজু আহমেদ,পেশাজী সংগঠনের সভাপতি সেক্রেটারির মোঃ রাশিদুল ইসলাম, শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোঃ আশরাফ হোসেন, মাহবুব রহমান,গোলাম মোস্তফা,ইউনিয়ান মিডিয়া প্রতিনিধি আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।