শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: আমেরিকার নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর আওয়ামীলীগ কতৃক হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মুজিবর রহমানের নেতৃত্বে শ্যামনগর স্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষকে অবৈধভাবে দমন-পীড়ন ও স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। গণআন্দোলনের মুখে তারা দেশ থেকে বিতাড়িত হলেও এখনো বিদেশের মাটিতে অপতৎপরতা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
প্রধান সমন্বয়কারী মুজিবর রহমান তার বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মাহমুদ, মোখলেছুর রহমান, মেহেদী হাসান, ফারুক হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।