এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল, বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার ইসলামী ব্যাংক চত্বরে ‘বেকারবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে চাকরিপ্রত্যাশী, ব্যাংকের গ্রাহক, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অবৈধভাবে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছে। এসব নিয়োগের ফলে ব্যাংকিং খাতের সুনাম, বিশ্বাসযোগ্যতা ও কর্মদক্ষতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে দেশের সব অঞ্চলে মেধা যাচাইয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান।
তারা আরও বলেন, এস আলম গ্রুপ কর্তৃক বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত সম্পদ ব্যবহার করে ব্যাংকের দায়-দেনা সমন্বয় করতে হবে। পাশাপাশি, ব্যাংক লুটে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা ও ব্যাংক খাতের দুর্নীতিবাজ চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ব্যাংকিং সেক্টর দেশের অর্থনীতির মূলভিত্তি। এখানে অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতদুষ্ট নিয়োগের কারণে সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে। অবিলম্বে এসব অনিয়ম দূর না করলে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মোমিনুর রহমান, মো. রাশিদুল ইসলাম, মো. মাছুম বিল্লাহ, মো. জাহাঙ্গীর আলম (গ্রাহক) ও মো. জাহিদ হাসান প্রমূখ।
বক্তারা দ্রুত অবৈধ নিয়োগ বাতিল, মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন ও ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত রাখার জন্য সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেন।