আব্দুস সালাম, শ্যামনগরঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দিরে প্রতিমার মাথার সোনার মুকুট চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরটি পরিদর্শন করে সোনার মুকুটটি উপহার হিসেবে দেন।
মন্দিরের সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত যুবককে প্রতিমার মাথা থেকে মুকুটটি খুলে নিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
মন্দির সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পূজা-অর্চনা চলছিল। পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি সেবায়েত রেখা সরকারের কাছে মন্দিরের চাবি হস্তান্তর করে বাড়ি চলে যান। এরপর রেখা সরকার মন্দিরের পাশের টিউবওয়েলে বাসনপত্র ধোয়ার জন্য অল্প সময়ের জন্য মন্দির ফাঁকা রাখেন। এই সুযোগে অজ্ঞাত ব্যক্তি প্রতিমার মাথা থেকে সোনার মুকুটটি নিয়ে পালিয়ে যায়।
চুরির ঘটনার খবর পাওয়ার পর সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ এবং পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম মন্দিরে এসে সরেজমিনে পরিদর্শন করেন। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, “মন্দিরের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”