1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
রবিবার, ১৮ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত স্হল পথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা : বেনাপোল বন্দরে আটকে আছে ৩৬টি ট্রাক গার্মেন্টস পণ্য নূরনগর জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তাঘাটে উন্নয়ন নূরনগরে জামায়াতের সহায়তায় মসজিদে বরাদ্দ বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নূরনগরে জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তার কাজের উদ্বোধন শ্যামনগরে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান  উত্তর হাজীপুর জামায়াতের দাওয়াতি গনসংযোগ পক্ষ পালিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আব্দুস সালাম, শ্যামনগর:

১১ অক্টোবর শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান। ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিটি মন্ডপে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে মন্ডপের ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং ধর্মীয় উৎসবের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হয়।

এসময় প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনের নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের সঙ্গেও কথা বলেন। আনসার ভিডিপির সদস্যরা পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মন্ডপ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন, যাতে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, “আমরা শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছি এবং এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখিনি। তবে আমরা প্রতিটি মন্ডপকে সতর্ক থাকতে বলেছি এবং যে কোনো ধরনের সমস্যা দ্রুত প্রশাসনকে জানাতে অনুরোধ করেছি। আমরা সর্বদা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য।”

এসময় মাসুম বিল্লাহর সঙ্গে ছিলেন শরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, কামরুজ্জামানসহ অন্যান্য সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগরের প্রতিটি গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ ঘুরে দেখে এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানায়।

শুধু পূজা মন্ডপ পরিদর্শনই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সাধারণ মানুষের সাথে আলাপ করেন এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে তারা সর্বদা তৎপর রয়েছে।

আড়পাংগাসিয়া রাস মন্দির সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি অনঙ্গ কুমার মন্ডল ‘দক্ষিণের বার্তা’কে জানান, “আমাদের পূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি এবং স্থানীয় প্রশাসনসহ অন্যান্য সংগঠনগুলো পূজা উদযাপনে আন্তরিকভাবে সহযোগিতা করছে। দেশের এই ক্রান্তিকালে এমন সুন্দর ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারছি, যা আমাদের সকলের জন্য আশীর্বাদস্বরূপ।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।