বিশেষ প্রতিনিধি, শ্যামনগর:
শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শ্যামনগর ওয়ালটন প্লাজার অফিসে চুক্তি স্বাক্ষরের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির লক্ষ্য হলো, ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যদের দাঁতের সুচিকিৎসা নিশ্চিত করা। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা খাতে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন।
চুক্তির শর্ত অনুযায়ী, ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী এবং তাদের পরিবারের সদস্যরা মেহেরিমা ডেন্টাল কেয়ার (গোপালপুর শহীদ মিনার রোড, শ্যামনগর, সাতক্ষীরা) থেকে দাঁতের চিকিৎসাসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা পাবেন। মেহেরিমা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহমুদুল ফিরোজ বাবুল জানান, “আমাদের প্রতিষ্ঠান অত্যন্ত গুণগত মানসম্পন্ন চিকিৎসাসেবা দিয়ে থাকে, এবং আমরা এই চুক্তির মাধ্যমে ওয়ালটনের গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের পাশাপাশি উন্নত সেবা দিতে পারবো। আমাদের ডেন্টিস্ট ডা. মাসুরা তুজ যোহরা মিতু একজন অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, যার নেতৃত্বে আমরা সেবা দিয়ে যাচ্ছি।”
এই চুক্তির আওতায় শুধুমাত্র ওয়ালটনের গ্রাহকরা নয়, মেহেরিমা ডেন্টাল কেয়ারের স্টাফ এবং রোগীরাও শ্যামনগর ওয়ালটন প্লাজা থেকে ওয়ালটনের সকল পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন। এ বিষয়ে শ্যামনগর ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ জামাল শেখ বলেন, “ওয়ালটন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষা এবং সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় ওয়ালটন গ্রাহকদের মৃত্যু হলে তাদের পরিবার ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। এমনকি পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাদের জন্যও ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। আমরা এখন কিস্তি ক্রেতাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং চিকিৎসা খাতে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আরও উদ্যোগ নিচ্ছি।”
তিনি আরও বলেন, “মেহেরিমা ডেন্টাল কেয়ার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এবং আমরা আনন্দিত যে, এই চুক্তির মাধ্যমে ওয়ালটন গ্রাহকদের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে পারবো।”
এই চুক্তির মেয়াদ ৩ বছর যা উভয় প্রতিষ্ঠানের সমঝোতার ভিত্তিতে আরও ২ বছর পর্যন্ত বাড়ানো যাবে। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন মেহেরিমা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহমুদুল ফিরোজ বাবুল, শ্যামনগর ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ জামাল শেখ, হেলথ কেয়ার এন্ড হ্যাপিনেস অফিসার আলিরাজ শেখ, জুনিয়র অফিসার স্বপন কুমার মন্ডল এবং ওয়ালটন প্লাজার অন্যান্য স্টাফবৃন্দ।
এই চুক্তির মাধ্যমে শ্যামনগর ও সাতক্ষীরার বাসিন্দারা উন্নত মানের দাঁতের চিকিৎসা সেবা এবং ওয়ালটন পণ্যে বিশেষ ছাড়ের সুবিধা একসাথে পেতে যাচ্ছেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।