1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরের ভূরুলিয়ায় অন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্যামনগরে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন নূরনগর জামায়াতে ইসলামীর মাসিক বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটুলিয়া যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শ্যামনগরে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – হাসপাতালের প্রশংসা

শ্যামনগরে হাফেজ সম্মেলনে নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ

  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগর:

শ্যামনগর জামায়াত ইসলামী কার্যালয়ে আজ ২০ অক্টোবর সকালে হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য হাফেজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে শ্যামনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। সম্মেলনটি শ্যামনগরের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “জামায়াত ইসলামী যে বিষয়ে আজকের দিনে এসে উপলব্ধি করতে পেরেছে, উপমহাদেশের অন্য কোনো ইসলামী সংগঠনের তা বুঝতে ৪০ বছর লেগেছে। আমরা যখন ভোটের গুরুত্বের কথা বলেছিলাম, তখন অন্যান্য ইসলামী দলগুলো এটিকে হারাম হিসেবে প্রচার করেছিল। কিন্তু আজ তারাও ভোটের গুরুত্ব উপলব্ধি করেছে।” তার বক্তব্যে ইসলামের মূলনীতি ও সমসাময়িক রাজনৈতিক চেতনা নিয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা উপদেষ্টা মাওলানা নূর ইসলাম ফারুকী, সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ওহিদুজ্জামান, শ্যামনগরের বিশিষ্ট আলেম ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মুফাচ্ছির পরিষদের সভাপতি মাওলানা ফজলুল হক, এবং শ্যামনগর পৌর টিমের মাওলানা কামরুজ্জামান। তাদের উপস্থিতি ও বক্তব্যে সম্মেলনটি আরও গুরুত্ববহ হয়ে ওঠে।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল উপজেলার নতুন কমিটি নির্বাচন। এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন হাফেজ মাওলানা নুরুল ইসলাম ফারুকী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান হাফেজ মাওলানা আব্দুর রহমান। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ স্থানীয়ভাবে হাফেজদের মধ্যে নতুন আশা জাগিয়েছে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ, যিনি সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। বক্তব্য, নির্বাচন এবং আলোচনার পর, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।