দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ৮ দলীয় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় গাজীরহাট দেবীশহর ফুটবল মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও যুব বিভাগের উপজেলা সভাপতি এইচ এম ইমদাদুল হক। সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রশিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম, সহ-সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী রবিউল ইসলাম, সহ-সেক্রেটারী শেখ রফিক হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, ইউনিয়ন টিম সদস্য এহসানুল হক, যুব বিভাগের ইউনিয়ন সহ-সভাপতি খাইরুল ইসলাম, এবং সেক্রেটারী খালিদ মাহমুদ প্রমুখ।
ফাইনাল খেলায় ৪নং ওয়ার্ড একাদশ এবং ২নং ওয়ার্ড একাদশ অংশ নেয়। উত্তেজনাপূর্ণ খেলায় ২নং ওয়ার্ড টাইব্রেকারে ৩-১ গোলে ৪নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ৫নং ওয়ার্ডের সাব্বির হোসেন, ম্যান অব দ্য ম্যাচ হন ৪নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান ২নং ওয়ার্ডের আব্দুস সালাম।
উপস্থিত অতিথিরা টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদকসহ নানা সামাজিক অপকর্ম থেকে দূরে রাখবে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে।