আবু হাসান, শ্যামনগরঃ
শ্যামনগর উপজেলার রামজীবনপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে যুব জামায়াতে ইসলামীর আয়োজনে ২ নম্বর ওয়ার্ড পর্যায়ের সাধারণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন শাখার যুব জামায়াতের ইসলামী সভাপতি মোঃ ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪ নম্বর নূরনগর ইউনিয়ন শাখার আমির ডা. রুহুল আমিন। তিনি বলেন, যুব জামায়াতের কর্মীদের ত্যাগ ও কুরবানির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনের নিয়ম ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
শ্যামনগর উপজেলা পশ্চিম শাখার ক্রীড়া ও স্কুল মাদ্রাসা-কলেজ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা মোঃ আব্দুল হামিদ, যুব জামাতের সভাপতি বুলবুল হাসান ও সেক্রেটারি নাজমুল হোসেন।
এছাড়া বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড যুব জামাতের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী, হাফেজ আবু ঈসা, মৎস্য ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, নুর ইসলাম ও আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সার্বিক শৃঙ্খলার দায়িত্ব পালন করেন যুব বিভাগের কর্মীরা।