1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরের ভূরুলিয়ায় অন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্যামনগরে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন নূরনগর জামায়াতে ইসলামীর মাসিক বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটুলিয়া যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শ্যামনগরে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – হাসপাতালের প্রশংসা

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

  • আপডেটের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগর:

শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের সভাপতিত্বে এ সভায় উভয় দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি সামিউল আজম মনির, অফিসার ইনচার্জ (তদন্ত) ফকির তাইজুর রহমান বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন ও অন্যান্য মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় সুধীজন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল দশটায় উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে। শ্যামনগর উপজেলা পুলিশ প্রশাসন এদিন প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, একদিনের জন্য রক্তদান কর্মসূচি এবং জনসমাগম স্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী। এতিমখানায় মানসম্মত খাবার বিতরণ এবং দর্শনার্থীদের জন্য ঐতিহ্যবাহী আকাশলীনা ইকো ট্যুরিজম উন্মুক্ত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে বিকেলে নকিপুর পাইলট স্কুল মাঠে মুক্তিযোদ্ধা ও ছাত্রসমন্বিত দল বনাম অফিসার্স ও সুধীজনদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলোর সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষ প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।