আশিকুর রহমান, (শ্যামনগর, সাতক্ষীরা):
শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী আদী যমুনা খাল খননের পর থেকে তত্ত্বাবধানের অভাবে ময়লা-আবর্জনায় ভরে উঠেছিল। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনের উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে স্থানীয় রাজনৈতিক দল, প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন বলেন, “পরিবেশ রক্ষায় খাল বা নদীর বিকল্প নেই। নদী ও খাল হচ্ছে মানুষের প্রাণ। আমরা যত উন্নয়নই করি না কেন, এগুলো না বাঁচলে কোনো উন্নয়ন টেকসই হবে না। এ কারণে শ্যামনগর পৌরসভার প্রাণ আদী যমুনা খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি।”
উপজেলা যুব জামায়াতের সভাপতি সাঈদি হাসান বুলবুল জানান, “আমরা জামায়াত ইসলামী পক্ষ থেকে জনবল নিয়ে এ কাজে অংশ নিচ্ছি। তবে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, যমুনা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হোক এবং নদী রক্ষায় সরকারি বাজেট যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়।”
উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির ও সেক্রেটারি মোস্তফা কামাল তাদের সাংবাদিকদের নিয়ে পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটারি সোলাইমান কবীর।
শ্যামনগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাছুম বিল্লাহ বলেন, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আদী যমুনার পাশে থাকা সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হোক।”
উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, পরিচ্ছন্নতা কার্যক্রম আজ শুরু হলেও এটি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
পরিষ্কার কার্যক্রম শেষে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।