মোজাফফর হোসেন, শ্যামনগর
দীর্ঘ ১৬ বছর পর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে প্রগতি শিল্পীগোষ্ঠী।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামিক সংগীত ও শিক্ষামূলক নাটিকা পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ১০ নম্বর আটুলিয়া ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, নওয়াবেকী কাদেরিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান এবং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু।
এছাড়া অনুষ্ঠানে প্রগতি শিল্পীগোষ্ঠীর সাবেক শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারে ভূমিকা রাখার লক্ষ্যেই প্রগতি শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন পর আবার সক্রিয় হয়েছে। ইসলামি মূল্যবোধ ও শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।