আবু রায়হান, শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলার বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে কর্মী প্রশিক্ষণ সভা (টি এস) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় শ্যামনগরের খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার হলরুমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাছাইকৃত কর্মীদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সামাদ এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সদস্য আমিনুর রহমান। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমানে সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। তিনি আলোচনায় বলেন, “অতীত আমাদের প্রেরণা জোগায় এবং কর্মীদের আদর্শ কেমন হওয়া উচিত তা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইমামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং মাওলানা আব্দুল মাজেদ।
এছাড়া উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শিবিরের সাথী ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। ভূরুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ রবিউল আওয়াল, নূরনগর ইউনিয়ন সভাপতি মোঃ হক সাহেব, মুন্সিগঞ্জ পূর্বের সভাপতি হাসান আল মামুন, মুন্সিগঞ্জ পশ্চিমের রেদোয়ান, কৈখালী ইউনিয়ন সভাপতি ইলিয়াসুর রহমান, রমজাননগর ইউনিয়ন সভাপতি নাঈমুর রহমান, নুরনগর ইউনিয়নের সাবেক সেক্রেটারি আবু হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাছাইকৃত কর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণের মূল বিষয় ছিল কর্মীদের নৈতিক উন্নয়ন, আদর্শিক চেতনা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা।