1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নূরনগর জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তাঘাটে উন্নয়ন নূরনগরে জামায়াতের সহায়তায় মসজিদে বরাদ্দ বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নূরনগরে জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তার কাজের উদ্বোধন শ্যামনগরে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান  উত্তর হাজীপুর জামায়াতের দাওয়াতি গনসংযোগ পক্ষ পালিত শ্যামনগরে কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন সুন্দরবন ভ্রমণ : আমাদের বৈঠা নৌকার অভিযান – মনিরুজ্জামান মনির

কালিকাপুরে বিষপানে দুই শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক।

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পশ্চিম কালিকাপুর কৃষননগর ইউনিয়নে বুধবার দুপুরে বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের মা মোছা. রত্না খাতুন (৩০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসানের স্ত্রী রত্না খাতুন ও তাদের দুই সন্তান মাহির আবরার (৭) ও আরিয়ান আবরার (৯ মাস) দুপুর ১টার দিকে বিষক্রিয়ায় আক্রান্ত হন। মাহমুদুল হাসানের পরিবারের অভিযোগ, রত্না খাতুন নিজেই বিষপান করে সন্তানদেরও বিষ খাইয়েছেন। তারা জানান, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। ফিরে এসে দেখেন গেটের লক ভেতর থেকে আটকানো। পরে গাছের ওপর দিয়ে প্রবেশ করে দরজা খুলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

রত্না খাতুনের মায়ের দাবি, তার মেয়ে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। একাধিকবার তারা জমি বিক্রি করে টাকা দিয়েছেন। তিনি বলেন, “আমার মেয়ে কিভাবে বিষ খেল তা জানি না। মাহমুদুলের পরিবারও তাদের বিষ খাইয়ে দিতে পারে।”

 

শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং মা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, “তাদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা ওয়াস করি, কিন্তু দুই শিশুকে মৃত পাওয়া যায়। মা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।