সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পশ্চিম কালিকাপুর কৃষননগর ইউনিয়নে বুধবার দুপুরে বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের মা মোছা. রত্না খাতুন (৩০) হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসানের স্ত্রী রত্না খাতুন ও তাদের দুই সন্তান মাহির আবরার (৭) ও আরিয়ান আবরার (৯ মাস) দুপুর ১টার দিকে বিষক্রিয়ায় আক্রান্ত হন। মাহমুদুল হাসানের পরিবারের অভিযোগ, রত্না খাতুন নিজেই বিষপান করে সন্তানদেরও বিষ খাইয়েছেন। তারা জানান, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। ফিরে এসে দেখেন গেটের লক ভেতর থেকে আটকানো। পরে গাছের ওপর দিয়ে প্রবেশ করে দরজা খুলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
রত্না খাতুনের মায়ের দাবি, তার মেয়ে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। একাধিকবার তারা জমি বিক্রি করে টাকা দিয়েছেন। তিনি বলেন, “আমার মেয়ে কিভাবে বিষ খেল তা জানি না। মাহমুদুলের পরিবারও তাদের বিষ খাইয়ে দিতে পারে।”
শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং মা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, “তাদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা ওয়াস করি, কিন্তু দুই শিশুকে মৃত পাওয়া যায়। মা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।