আবু রায়হান, ভুরুলিয়া:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ উপশাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর পশ্চিম থানা শাখার সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান। এছাড়া ভূরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. রবিউল আওয়াল, সেক্রেটারি মো. আবু রায়হান, ইউনিয়ন সেক্রেটারিয়েট সদস্য নাজমুল সাকিব, মো. আরিফ আহমেদ শুভসহ ইউনিয়ন ও কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে নেয়। আয়োজকরা জানান, ছাত্রশিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে মানবসেবার চেতনা জাগ্রত করবে এবং রক্তদান বিষয়ে সচেতনতা বাড়াবে।