মহসিন আলম, শ্যামনগর
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারি, রবিবার অনুষ্ঠিত হবে ঐতিহাসিক কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনের মাঠ সহ সামগ্রিক কার্যক্রম পরিদর্শনে আসেন জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুজাম্মিল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মহসিন আলম, কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোশাররফ হোসাইন, আবু রাসেল আসকারী সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
নেতৃবৃন্দ সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করে আগামী ২৩ তারিখ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মী সম্মেলন সফল করতে দল-মত নির্বিশেষে শ্যামনগর উপজেলার সকল পর্যায়ের জনসাধারণকে উদাত্ত আহবান জানান।