আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
জামায়াতে ইসলামীর ২৩ তারিখের শ্যামনগর কর্মী সমাবেশ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭ টা শ্যামনগর উপজেলায় নুরনগর ইউনিয়ন জামায়াতের অফিসের সামনে হতে নূরনগর বাজার সড়কগুলো প্রদক্ষিণ করে। স্লোগানে মুখরিত মিছিল নূরনগর ত্রিমহনিতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নূরনগর ইউনিয়ন জামায়াত নেতা গাজী ডাঃ আব্দুল্লাহ । তিনি বলেন, “সাংগঠনিক আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে জামায়াতের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ রয়েছে।
কর্মীদের সকল নির্যাতন নিপীড়নের কথা ভুলে গিয়ে সকল অন্যায়কারীকে ক্ষমা করে দিতে হবে। আমাদেরকে কুরআন-সুন্নাহর আলোকে মানোন্নয়ন ও আত্মগঠন করতে হবে। বিশেষ করে ২৩ তারিখের শ্যামনগরে কর্মী সম্মেলন উপলক্ষে সকাল ৯ টায় মহিলা ও দুপুর ২টা পুরুষের যে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীলরা তাদের নিজেদের দায়িত্বে মহিলা ও পুরুষ কর্মীদেরকে নিয়ে যাবা ও নিয়ে আসার বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেন।শ্যামনগর নকিপুর এইচ সি পাইলট হাইস্কুল মাঠে কর্মী সমাবেশ জনসমুদ্র তৈরি হবে ইনশাআল্লাহ।