ফয়সাল আহম্মেদ, বুড়িগোয়ালিনী (শ্যামনগর)॥
সুন্দরবনে পহেলা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মধু আহরণ কার্যক্রম। মঙ্গলবার (১ এপ্রিল) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মৌয়ালগণ বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মৌসুমের শুভ উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম, সদস্য ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫০০ কুইন্টাল এবং মোমের লক্ষ্যমাত্রা ৪০০ কুইন্টাল। প্রথম দিন বুড়িগোয়ালিনী ও কোবাদক স্টেশন থেকে ৯টি করে পাশ সংগ্রহ করেছেন মৌয়ালরা। এদিন সকালে ৪টি নৌকা সুন্দরবনে প্রবেশ করে।
মৌয়াল ফজলুল হক বলেন, “ঈদের পর আনন্দ নিয়ে মধু আহরণে যাচ্ছি, কিন্তু অবৈধভাবে মধু চুরির কারণে আশানুরূপ মধু পাবো কিনা জানি না। অল্প জায়গায় মধু আহরণ করে পরিবার ও মহাজনের চালান তোলা সম্ভব নয়। আমরা সরকারের কাছে অভয়ারণ্যগুলো উন্মুক্ত করার অনুরোধ জানাই, কারণ নির্দিষ্ট এলাকার বাইরে মধু আহরণ করতে না পারলে মধু নষ্ট হয়ে যায়।”
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, “পবিত্র ঈদুল ফিতরের কারণে এবার মধু আহরণের উৎসব জাঁকজমকপূর্ণ হয়নি, তবে সীমিত পরিসরে মৌয়ালদের পাশ প্রদান করা হয়েছে। মৌয়ালরা বৈধ পাশ নিয়েই সুন্দরবনে প্রবেশ করেছেন।”
তিনি আরও জানান, ২০২২-২৩ অর্থবছরে সুন্দরবন থেকে ১০২৩ কুইন্টাল মধু ও ৩০৬.৯০ কুইন্টাল মোম সংগ্রহ করা হয়। এসময় ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেন। পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০ জন মৌয়াল ১২৩৫ কুইন্টাল মধু ও ৩৭০.৫০ কুইন্টাল মোম সংগ্রহ করেন।