1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
       
রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নূরনগরে জামায়াতের সহায়তায় মসজিদে বরাদ্দ বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নূরনগরে জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তার কাজের উদ্বোধন শ্যামনগরে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান  উত্তর হাজীপুর জামায়াতের দাওয়াতি গনসংযোগ পক্ষ পালিত শ্যামনগরে কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন সুন্দরবন ভ্রমণ : আমাদের বৈঠা নৌকার অভিযান – মনিরুজ্জামান মনির মায়ের ভালোবাসা || এবিএম কাইয়ুম রাজ

বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে:

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কিষান মজদুর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে ১লা মে বৃহস্পতিবার বাঁধনহারা সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো “বাঁধনহারার দুই যুগ পূর্তি সাহিত্য সম্মেলন ও পঞ্চম সাহিত্য পুরস্কার প্রদান-২০২৫”।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে প্রথিতযশা কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। একইসাথে দেশের খ্যাতিমান ১১ জন গুণী সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন— কবিতায় কবি মোশাররফ হোসেন খান, ঢাকা; শিক্ষায় প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; রোহিঙ্গা বিষয়ক গবেষণায় প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; অনুবাদ সাহিত্যে প্রফেসর ড. কামরুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; গীতিকবিতায় অধ্যাপক আবু তাহের বেলাল, শ্যামনগর, সাতক্ষীরা; প্রবন্ধ সাহিত্যে গাজী নজরুল ইসলাম, সাবেক এমপি, শ্যামনগর, সাতক্ষীরা এবং কোহিনূর বিনতে আবু বকর; সমাজসেবায় ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা; লোকসাহিত্যে অধ্যাপক এস. এম. হারুন-উর-রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা; সম্পাদনায় সালমান রিয়াজ, ঢাকা; এবং সাংবাদিকতায় আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা।

অনুষ্ঠানের প্রথম পর্বে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এ পর্বের উদ্বোধন করেন প্রফেসর ড. মনজুর ইলাহী, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন কবি ও ব্যাংকার শওকত ওসমান, কালিগঞ্জ। প্রধান অতিথি ছিলেন ড. মনোয়ারুল ইসলাম, সেক্রেটারি, দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান, নির্বাহী পরিচালক, শিকড় মানবকল্যাণ সংস্থা, কালিগঞ্জ; মাহবুবর রহমান মুকুল, অধ্যক্ষ, কলারোয়া সরকারি মহিলা কলেজ; কবি ও কথাসাহিত্যিক হেলাল আনওয়ার, যশোর; এবং কবি ও সম্পাদক সীমান্ত আকরাম, ঢাকা।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বাঁধনহারা সাহিত্য পরিষদের পঞ্চম সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। এ পর্বে সভাপতিত্ব করেন রবিউল বাশার, এসএভিপি ও ম্যানেজার, এআইবিপিএলসি, কোণাপাড়া শাখা, ডেমরা, ঢাকা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম মুকুল, প্রাক্তন উপাধ্যক্ষ, সাতক্ষীরা সিটি কলেজ; ড. আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী অধ্যাপক, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক, নওয়াপাড়া আলিম মাদরাসা, দেবহাটা; অধ্যাপক আব্দুর রউফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, কালিগঞ্জ; এবং সুকুমার দাশ বাচ্চু, সেক্রেটারি, কালিগঞ্জ প্রেসক্লাব।

এই আয়োজনকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁধনহারা সাহিত্য পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ইব্রাহিম বাহারী, সহ-সভাপতি জামাল ফারুক, সেক্রেটারি কবি ও গবেষক ইয়াসিন মাহমুদসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তাগণ বলেন, মফস্বলে জাতীয় মানের এই আয়োজন নিঃসন্দেহে একটি গর্বের বিষয় এবং সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এটি এক অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও লেখক স. ম. তুহিন

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।