স ম জিয়াউর রহমান
কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসকল এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জান-মাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের নির্দেশনায়, কোস্ট গার্ড পূর্ব জোনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ফুট পেট্রোল প্রদান, ১৩ টি জাহাজ এবং উচ্চ গতি সম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, জরুরী পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে।
গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষনিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত ফেব্রুয়ারি ২০২৫ হতে অদ্যাবধি এই চার মাসে অত্র জোনের তত্ত্বাবধানে আনুমানিক ১১১,০৬,৪১,০০০ (একশত এগারো কোটি ছয় লক্ষ একচল্লিশ হাজার) টাকা মূল্যের ২২,১৫,৭৪৪ পিস ইয়াবা, ১১৫১ বোতল বিদেশী মদ, ১১৪৩ ক্যান বিয়ার, ৮৬ বোতল হুইস্কি, ৭১ বোতল ভোদকা, ৫০ লিটার বাংলা মদ, ২০ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল, ৬৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৭৮ জন মাদক কারবারি/ পাচারকারী এবং ১৪ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৪ টি দেশীয় অস্ত্র, ২৩ রাউন্ড তাজা গোলা, ০৯ রাউন্ড ফাঁকা গোলাসহ ০৮ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য সংরক্ষন ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ কেজি জাটকা, ৭.৫ টন সামুদ্রিক মাছ জব্দ করাসহ বহিঃনোঙ্গর হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচারকালে আনুমানিক ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা সমমূল্যের ০৪ মেট্রিক টন জ্বালানি তেল, ৭.৮ মেট্রিক টন ভোজ্য তেল, ৯৯৫ লিটার পেইন্টসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তা (দশ হাজার কেজি) লম্বা দানার থাই সাদা চাল জব্দ করা হয়েছে। এছাড়াও, অবৈধভাবে মায়ানমারে পাচারকালে আনুমানিক ৩০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা সমমূল্যের ২৪০০ বস্তা সিমেন্ট, ১৩৪২ বস্তা ইউরিয়া সার, বিপুল পরিমান ইলেকট্রনিক্স ও তৈরি পোষাক সামগ্রী জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ স্টেশন/ আউটপোস্ট এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশগত উন্নয়ন, ত্রাণ বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায়, কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে প্রথমবারের মতো গত ১১ হতে ১৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মশালার মাধ্যমে কোস্ট গার্ড, টেকনাফ উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্যোগ ব্যপস্থাপনা অধিদপ্তর, পরিবেশ ও বন অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্য এবং সাধারন দ্বীপবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ ও মহড়া, প্রাকৃতিক দুর্যোগের পূর্ববর্তী সর্তকতা ও দুর্যোগ পরবর্তী করনীয়, মাদকের ক্ষতিকর দিক হতে উত্তোরনের উপায়, সমুদ্র তীরবর্তী এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের উপায়, সমুদ্র ও পরিবেশ দূষণ রোধে করণীয় বিষয়ে মৌলিক প্রশিক্ষন প্রদান এবং অসহায় গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। যার ফলে সেন্টমার্টিন দ্বীপের সাধারন দ্বীপবাসী অগ্নি নির্বাপনী, প্রাকৃতিক দূর্যোগে করনীয়, মাদক বিরোধী ও পরিবেশ দূষণ রোধে করনীয় সম্পর্কে সম্যক ধারনা অর্জনের পাশাপাশি সেন্টমার্টিন দ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে মর্মে প্রতিয়মান।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক উত্তাল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফবি মালেক শাহ, মায়ের দোয়া এবং এফবি রাইসা-১ এর সর্বমোট ৪২ জন জেলেকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং বোট মালিক এর নিকট হস্তান্তর করা হয়। এছাড়া মায়ানমার হতে নাফ নদীতে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে মানব পাচার, চোরাচালান, মাদক পাচার রোধ এবং সঠিক নিরাপত্তা নিশ্চিত কল্পে ২৪ ঘন্টা অত্যাধুনিক মেটাল শার্ক এবং ডিফেন্ডার ক্লাস বোটের মাধ্যমে টহল কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন এলাকায় সাগরে নোঙরে অবস্থানরত ‘এফবি শফিক” ফিশিং বোটে অগ্নিকান্ডের ঘটনায় কোস্ট গার্ড আউট পোস্ট শাহপরীর অগ্নিনির্বাপনী দলের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বিদেশী বাণিজ্যিক জাহাজসমূহ বহিঃনোঙ্গরে অবস্থানকালীন অদক্ষ ও অপ্রশিক্ষিত ওয়াচম্যানদের কারণে বাণিজ্যিক জাহাজসমূহে চুরি ডাকাতিসহ নানা ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে। এপ্রেক্ষিতে, বিদেশী বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ওয়াচম্যানগণকে যুগোপযোগী, দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বন্দর কর্তৃপক্ষের অনুরোধে প্রথম বারের মত ৭৪ জন বন্দর ওয়াচম্যানদের ০৫ দিন ব্যাপী নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়।
সর্বশেষ, কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্ত বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক গত ০৩ মে ২০২৫ তারিখ চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের ১০৫৬ ক্যান হেইনকেন অরিজিনাল বিয়ার এবং ২০ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েলসহ ১১৫১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য বিসিজি বেইস চট্টগ্রাম এর জিম্মায় রাখা হয়। পরবর্তীতে, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম স্মারক নং ২৫/২২৪ তারিখ ১৩ মে ২০২৫ মোতাবেক বিসিজি বেইস চট্টগ্রামে রক্ষিত ১০৫৬ ক্যান হেইনকেন অরিজিনাল বিয়ার এবং ২০ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েলসহ ১১৫১ বোতল বিদেশী মদ ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়। যা আজ ১৮ মে ২০১৫ তারিখ রবিবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
বহিঃনোঙরে চোরাচালান দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সদা তৎপর।
এছাড়া বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি, বানিজ্যিক জাহাজে অবৈধভাবে ক্রয় বিক্রয় বন্ধের জন্য আমরা প্রতিনিয়ত ২৪/৭ এবং উপকূলীয় এলাকায় ও নদীর তীরবর্তী এলাকায় টহল জোরদার করেছি। ফলে ঐ সকল এলাকার জানমালের নিরাপত্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কোস্ট গার্ডের প্রতি স্থানীয় জনগণ, ব্যবসায়ী, বাণিজ্যিক জাহাজের আস্থা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভবিষ্যতেও উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে ।