স ম জিয়াউর রহমান
প্রয়াতা মিরা বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ কাঞ্চননগর গ্রামের জম্মজাত, কাঞ্চননগর কনকারাম সার্বজনীন বিহারের ধার্মিক উপাসক প্রভাকর বড়ুয়ার সহধর্মিণী এবং সনজিব বড়ুয়ার মমতাময়ী মা, ধার্মিক উপাসিকা প্রয়াতা মিরা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদানে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান আজ ১৯ মে সকাল দশটায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ও চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিষ্যমিত্র স্থবির। বিশেষ অতিথি ছিলেন মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের উপাধ্যক্ষ সংঘরত্ন মহাস্থবির, দিয়াকুল নবরত্ন বিহারের অধ্যক্ষ সুমনালংকার স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে.বি.এস আনন্দবোধি স্থবির, জ্যোতিমিত্র ভিক্ষু, গাছবাড়িয়া অমিতাভ বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, পূর্ব জোয়ারা সন্তোষ বিহারের অধ্যক্ষ সুমনবোধি ভিক্ষু, সাতবাড়িয়া শান্তি বিহারের উপাধ্যক্ষ নিমফুল বিনয়মিত্র ভিক্ষু, ভদন্ত প্রিয়লংকার ভিক্ষুসহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
সংঘদান অনুষ্ঠান উদ্ধোধন করেন কাঞ্চননগর সার্বজনীন কনকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকরত্ন স্থবির।
সংঘদান শেষে প্রয়াতা মিরা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় জল ঢেলে পুণ্যদান করে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতী স্বজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন ।