প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগের “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার ( ২৬ জুলাই ) নোয়াখালীর “ভলান্টিয়ার ফর সেনবাগ” এই সামাজিক ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের কর্মযজ্ঞের মাধ্যমে নানানভাবে, নানানরকম পরিবেশ উন্নয়নে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই সেনবাগে গরিবের ৩’শ ফিট খ্যাত রাস্তার দু’ধারে ঝাউগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন পরিচালনা করছে। এরই মধ্যে স্বেচ্ছাসেবকগণ ঝাউগাছের চারা লাগানোর কাজে ব্যস্ত।
”ভলান্টিয়ার ফর সেনবাগ” এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু, সভাপতি মনির আহমেদ জুলেট, শফিক, আনোয়ার, সুমন, টিপু, সাংবাদিক জুয়েল, প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের সহ অন্যান্য স্বেচ্ছাসেবক হৃদয়ের টানে এদিকেই এসে স্বেচ্ছায় বৃক্ষরোপন কার্যক্রমে শরিক হয়েছেন।
”ভলান্টিয়ার ফর সেনবাগ” এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু জানান, “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ ইং বাস্তবায়নে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি), ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বাহার ও সেনবাগের সাংবাদিকগণ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমাদের এ পথ চলায় যাঁরা সহযোগিতা করেছেন, আল্লাহ তাঁদের শ্রম,ঘাম ও ত্যাগকে সদকায়ে জারীয়া হিসাবে কবুল করে নিক। এ সামাজিক ও পরিবেশ উন্নয়নে প্রশাসন এবং সেনবাগবাসীসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।