সাইফুল ইসলাম, শ্যামনগরঃ
২০ সেপ্টেম্বর ২০২৪: “ফান্ড আওয়ার ফিউচার” (আমাদের ভবিষ্যতের জন্য আর্থিক বিনিয়োগ করুন) এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে বৈশ্বিক জলবায়ু অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ঈশ্বরীপুরের সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় ও স্থানীয় যুব সংগঠন “শরুব ইয়ুথ টিম” এর আয়োজনে শতাধিক তরুণ অংশগ্রহণ করে।
জলবায়ু পরিবর্তন ও অর্থায়নের বিষয়ে সচেতনতা তৈরি করতে তরুণরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করে। প্ল্যাকার্ডগুলোতে জলবায়ু সংকটের ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি করা হয়। বক্তারা জানান, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে গ্লোবাল উষ্ণতা বৃদ্ধি করছে, যার প্রভাব পড়ছে বিশ্বের প্রতিটি প্রান্তে, বিশেষত উপকূলীয় অঞ্চলে।
বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক এস এম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলবায়ু কর্মী ফুয়াদ মাহমুদ, এহসানুল মাহবুব তানভীর, উপকূল কন্যা তনুশ্রী মণ্ডল এবং অন্যান্য পরিবেশ কর্মীরা। তারা দাবি করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার মানুষদের জীবন সংকটে পড়েছে। বক্তারা জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
তনুশ্রী মণ্ডল বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বের বড় দেশগুলো এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাই, ২০২৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল নিশ্চিত করা হোক।”
এই কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুবসমাজের সক্রিয় ভূমিকা পালন করার ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে ন্যায়বিচারের লড়াইকে আরও বেগবান করবে।