বিশেষ প্রতিনিধি, শ্যামনগরঃ
১লা অক্টোবর ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শ্যামনগর ইদগাহ ময়দানে এক জাঁকজমকপূর্ণ “দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা” অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক ও অতিথিরা উপস্থিত ছিলেন। এটি শ্যামনগরের সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিহঙ্গ টিভি ও প্রগতি সাহিত্য সংস্কৃতিক সংসদের শিল্পীরা। তারা পুরো সময়জুড়ে হামদ-নাত এবং নাট্যাভিনয়ের মধ্য দিয়ে শহীদদের স্মরণে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। তাদের গানে উঠে আসে সমাজের বৈষম্য, অন্যায়, ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের সুর, যা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি কাওয়ালী পরিবেশনার মাধ্যমে আল্লাহর প্রতি নিবেদন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমরা শ্যামনগরে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই এবং সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যে কাজ করছি। শহীদদের স্মরণে এই ধরনের আয়োজন আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদী হাসান বুলবুল, মাস্টার জাহাঙ্গীর আলম, হুসাইন বিন আফতাব, আশিকুর রহমান, মমিনুর রহমান এবং আরও অনেকে। তারা শহীদদের স্মরণে তাদের বক্তব্য প্রদান করেন এবং সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্বের উপর আলোকপাত করেন। তারা বলেন, এই ধরনের সাংস্কৃতিক আয়োজনগুলো আমাদের মাঝে ঐক্য ও সাম্যের বার্তা পৌঁছে দেয়, যা বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক।
রাত ১১টায় অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি শৃঙ্খলাপূর্ণ ছিল এবং দর্শকরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত সবাই এই ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আশা প্রকাশ করেন এবং শ্যামনগরে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই আয়োজনটি শ্যামনগরের সাংস্কৃতিক আন্দোলনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়, যা বৈষম্যের বিরুদ্ধে শহীদদের অবদানকে স্মরণ করে এবং ভবিষ্যতে একটি মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে একত্রিত করে।