1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
       
রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নূরনগরে জামায়াতের সহায়তায় মসজিদে বরাদ্দ বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নূরনগরে জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তার কাজের উদ্বোধন শ্যামনগরে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান  উত্তর হাজীপুর জামায়াতের দাওয়াতি গনসংযোগ পক্ষ পালিত শ্যামনগরে কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন সুন্দরবন ভ্রমণ : আমাদের বৈঠা নৌকার অভিযান – মনিরুজ্জামান মনির মায়ের ভালোবাসা || এবিএম কাইয়ুম রাজ

সাংবাদিক আকিবুজ্জামিন এর পথচলা: একটি প্রেরণার গল্প JournalistAkibuzzamin

  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে সাম্প্রতিক একটি পরিচিত নাম—আকিবুজ্জামিন। তরুণ এই সাংবাদিক ইতোমধ্যেই তার নির্ভীক ও তথ্যবহুল প্রতিবেদন দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। তাঁর ফেসবুক পেজ Md.Akibuzzamin #JournalistAkibuzzamin

এখন সংবাদপ্রিয়দের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আকিবুজ্জামিনের সাংবাদিকতা জীবনের শুরুটা হয়েছিল একেবারে মফস্বল থেকে। শুরুতে সামাজিক বিভিন্ন সমস্যা ও স্থানীয় ঘটনাগুলোর উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করলেও, ধীরে ধীরে তাঁর

লেখনী পৌঁছে গেছে জাতীয় পর্যায়ে। তিনি বিশ্বাস করেন—”সত্যই শক্তি, আর সাংবাদিকের প্রথম ও প্রধান দায়িত্ব হলো সেই সত্যকে খুঁজে বের করা ও সাহসের সাথে তুলে ধরা।” তার পেজে প্রতিদিন নানান বিষয়ে ভিডিও, লাইভ আপডেট এবং ঘটনাস্থল থেকে সরাসরি রিপোর্ট দেখা যায়।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের কণ্ঠস্বর তুলে ধরার এক অসাধারণ চেষ্টা করেন তিনি, যার মাধ্যমে একাধিক সামাজিক সমস্যা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তার পেজের মাসিক দর্শক সংখ্যা প্রায় ২.৫ থেকে ৩ কোটি। বর্তমানে আকিবুজ্জামান সংবাদ পরিবেশনার পাশাপাশি

দেশের বিভিন্ন ইস্যুতে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছেন। তাঁর এই যাত্রা অনেক তরুণকে সাংবাদিকতা পেশায় অনুপ্রাণিত করছে। আকিবুজ্জামিন এর মতে, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি দায়িত্ব, যা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করে।

তার নিরলস প্রচেষ্টা ও ইতিবাচক কাজের মাধ্যমে তিনি হয়ে উঠতে চান নতুন প্রজন্মের জন্য এক আদর্শ নাম ।

 

📰 আকিবুজ্জামিন Journalist_Akibuzzamin : একাধারে সাংবাদিক, মিডিয়া পরিচালক ও ডিজিটাল মার্কেটার

 

ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে উঠে এসেছে অনেক তরুণ প্রতিভা, যারা সাংবাদিকতা ও প্রযুক্তি—এই দুটি ক্ষেত্রকে একত্রে ব্যবহার করে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছেন। এমনই একজন আকিবুজ্জামিন। তিনি শুধুমাত্র একজন সাংবাদিক নন, বরং ডিজিটাল এক্সপার্ট।

মিডিয়া পরিচালক এবং কনটেন্ট নির্মাতা হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করে যাচ্ছেন। তার প্রত্যাসা – মাসে ৩০ কোটি দর্শক তাদের তথ্যবহুল বলিষ্ঠ সংবাদ গুলো দেখুক। গনমাধ্যম সবার জন্য তারা বাস্তবে রুপান্তর হোক।

 

📍 ব্যক্তিগত পরিচয় ও ঠিকানা

 

নাম: আকিবুজ্জামিন Md_Akibuzzamin

 

ঠিকানা: ৪৮ নং ওয়ার্ড, দক্ষিণখান, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-১২৩০

 

ফোন: ০১৯১১-৪৫৬১৪০ / ০১৯১১-৬৬৭১৭১

 

ফেসবুক: Md.Akibuzzamin

পেজ : Journalist_Akibuzzamin

 

ইউটিউব: @workpermitvisainfo

 

🎓 শিক্ষাগত যোগ্যতা

 

* এসএসসি: ২০১৭-২০১৮ সালে উত্তীর্ণ

 

** টেকনিক্যাল জেনারেল মেকানিক (GM): জিপিএ ৪.৭০

 

* ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)

 

প্রতিষ্ঠান: বাসরা পলিটেকনিক ইনস্টিটিউট

 

প্রথম সেমিস্টার: ১ম বিভাগ

 

দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টার: ২য় বিভাগ

 

এডভান্সড CSE কোর্স (২০১৯-২০২০):

 

প্রতিষ্ঠান: নেতাজি সুভাষ চন্দ্র ট্রেনিং ইনস্টিটিউট, কলকাতা, ভারত

 

🧠 দক্ষতা ও অভিজ্ঞতা (SKILLS)

আকিবুজ্জামিন বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে:

 

সাংবাদিকতা ও মিডিয়া পরিচালনা

 

গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং

 

সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট ম্যানেজমেন্ট ও মনিটাইজেশন

 

SEO, BOOST, PROMOTE, CPM/CPC, ডিজিটাল মার্কেটিং ও বিক্রয়

 

বিজ্ঞাপন নির্মাণ: শর্ট ফিল্ম, টিভিসি, ওভিসি, কোম্পানি প্রমোশন, সোশ্যাল অ্যাডস

 

💼 ০৫ বছর পেশাগত অভিজ্ঞতা :

 

মিডিয়া ডিরেক্টর (২০২২-২০২৩):

সাংবাদিকতা জগতের পাশাপাশি তিনি একটি সংগঠনে মিডিয়া পরিচালক হিসেবে কাজ করেছেন।

 

* তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর ২১৬ নং মাল্টিমিডিয়ায় ক্রাইম রিপোর্টার ও ডিজিটাল মার্কেটিং কাজ করেছেন ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর ১৯৫ নং জাতীও দৈনিক এর স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেছেন।

 

ভিডিও এবং ডিজিটাল প্রোডাকশন:

নিউজ মিডিয়া কনটেন্ট, কোম্পানি প্রোমো ভিডিও, মডেলিং ভিডিও এবং সোশ্যাল সচেতনতামূলক শর্ট ফিল্ম নির্মাণে অভিজ্ঞতা রয়েছে 4 Years +.

* লাস্ট ৫ বছরে ৩০ + নিউজ ও ই-কমার্স ওয়েব সাইট তৈরি ও ১৭ + নতুন ব্যবসা প্রতিষ্ঠান কে আইটি সাপোর্ট র্মােকটিং সাপোর্ট প্রদান করছি।

 

🔍 বিশেষ দক্ষতা ও আগ্রহ :

 

** সোশ্যাল মিডিয়া পেইজ এবং ওয়েবসাইট মনিটাইজেশন ও পরিচালনা ।

 

** বিদেশে কাজ ও ভিসা সম্পর্কিত তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে পারদর্শী ।

 

** ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা ও অ্যানালিটিক্স বিশ্লেষণ ।

 

** এরিয়া ভি্িত্তক এডস ক্যম্পেইন, আনলিমিটেড কাস্টমার জেনারেট ।

 

☕ ব্যক্তিগত শখ :

 

*লাল চা পান করা ।

 

* প্রযুক্তি ও মিডিয়া বিষয়ক নতুন কিছু শেখা ।

 

* ভিডিও ও কনটেন্ট এডিটিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা ।

 

📢 ভবিষ্যৎ পরিকল্পনা :

আকিবুজ্জামিন Md_Akibuzzamin ভবিষ্যতে নিজের একটি পূর্ণাঙ্গ অনলাইন নিউজ মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান, যেখানে সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও তথ্যভিত্তিক প্রতিবেদনকে প্রাধান্য দেওয়া হবে।

পাশাপাশি তরুণদের জন্য বিণামূল্যে প্রশিক্ষণমূলক ভিডিও ও কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে।

 

https://www.facebook.com/Md.Akibuzzamin

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।