ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বুধবার রাতে চুরির সন্দেহে তৌফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিক্ষার্থীরা তাকে চোর সন্দেহে আটক করে মারধর করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
তৌফাজ্জল হোসেন ছিলেন বরগুনার পাথরঘাটা উপজেলার ছাত্রলীগের কাঠালতলী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। পারিবারিক সূত্রে জানা যায়, কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তৌফাজ্জল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং এ কারণে এলোমেলোভাবে ঘুরে বেড়াতেন। তাকে মারধরের সময় তার পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যে তিনি মানসিকভাবে অসুস্থ, কিন্তু শিক্ষার্থীরা তা উপেক্ষা করে।
শাহবাগ থানার ওসি জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।