1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরের ভূরুলিয়ায় অন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্যামনগরে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন নূরনগর জামায়াতে ইসলামীর মাসিক বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটুলিয়া যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শ্যামনগরে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – হাসপাতালের প্রশংসা

গাবুরা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আইনের আশ্রয় প্রার্থনা

  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মোজাফফার হুসাইন- গাবুরা (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং শোরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, আওয়ামী লীগের সাবেক এমপি জগলুল হায়দারের সমর্থক আবুল বাসার গাজী ও তার সহযোগী আবুল হোসেন গাজীর নেতৃত্বে আব্দুর রশিদ গাজীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত হয়, মসজিদের টয়লেটের একটি নোংরা পাইপ জোরপূর্বক আব্দুর রশিদ গাজীর পুকুরে ফেলে দেওয়া নিয়ে। আব্দুর রশিদ এই ঘটনায় কোনো সংঘাতে না গিয়ে মসজিদ কমিটির কাছে সালিশ দাবি করেন। মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুর রউফ এবং সেক্রেটারি মো. ইয়াসিন আলীর অনুমতি নিয়ে তিনি পাইপটি সরিয়ে ফেলেন। কিন্তু এতে আপত্তি জানান আবুল বাসার গাজী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, আবুল বাসার ও তার সমর্থকরা আব্দুর রশিদকে বাড়ি থেকে জোর করে বের করে এনে মারধর করেন।

এই ঘটনার দুই দিন পর, আব্দুর রশিদের ছেলে আশিকুজ্জামান শুরুজ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে পুনরায় তাদের ওপর হামলা চালানো হয়। এতে আব্দুর রশিদ গুরুতর আঘাত পান এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরবর্তীতে তাকে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের মতে, আবুল বাসার গাজীর সমর্থকরা এখনও আব্দুর রশিদের বাড়ির আশেপাশে অবস্থান করছেন, যা তার পরিবারকে আরও আতঙ্কিত করে তুলেছে। পূর্বেও রাজনৈতিক মতপার্থক্যের কারণে তাদের মধ্যে বিরোধ ছিল, কারণ আব্দুর রশিদের পরিবার জামায়াত সমর্থিত এবং আবুল বাসারের পরিবার আওয়ামী লীগ নেতা জগলুল হায়দারের ঘনিষ্ঠ।

বর্তমানে আব্দুর রশিদ গাজী তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইনের আশ্রয় নিতে চাইলেও, আবুল বাসার গাজীর গ্যাং বারবার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি সমাধানের দাবি জানিয়েছেন, যাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত হয় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।