নিজস্ব প্রতিবেদক, নড়াইল থেকে:
নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় পাওয়া গেছে, যাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চারজনের একটি দল তুলারামপুরের হান্নান মোল্যার বাড়িতে চুরি করতে প্রবেশ করে। এসময় বাড়ির কুকুরের চিৎকারে হান্নান মোল্যা বিষয়টি টের পান এবং তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। চোরেরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাদের ধাওয়া করে আটক করে এবং পিটুনি দেয়। এতে তিনজনের মৃত্যু হয়, এবং একজন চোর পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তুলারামপুর ও আশেপাশের এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।