1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরের ভূরুলিয়ায় অন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্যামনগরে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন নূরনগর জামায়াতে ইসলামীর মাসিক বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটুলিয়া যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শ্যামনগরে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – হাসপাতালের প্রশংসা

তেঁতুলিয়া থেকে টেকনাফ বাইকারদের ঐতিহাসিক বিজয় রাইড

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে দেশি বাইকার নামক মোটরসাইকেল গ্রুপের আয়োজনে এবং ইয়ামাহার সহযোগিতায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হলো বিজয় রাইড। ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে ৫৩টি বাইকের এই বিশাল কাফেলা ২৬ ঘণ্টার একটানা রাইড শেষে ৮ ডিসেম্বর বিকেলে দেশের দক্ষিণ প্রান্ত টেকনাফে পৌঁছায়। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের বাইকাররা তাদের সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখে দীর্ঘ এই পথ পাড়ি দেন।

দেশি বাইকারের ফাউন্ডার দেওয়ান সোহান বলেন, “বাংলাদেশে এই প্রথম এতগুলো বাইক নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত একটি রাইড সম্পন্ন হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল বাইকারদের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য পুরো রাইডের সময় একটি মাইক্রোবাস পেছনে রাখা হয়েছিল, যাতে ব্যাকআপ রাইডার, ডাক্তার এবং টেকনিশিয়ান প্রস্তুত ছিলেন।” তিনি আরও বলেন, “আমরা ইয়ামাহাকে বিশেষ ধন্যবাদ জানাই, বিশেষ করে এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসকে, যিনি প্রতিটি পর্যায়ে খোঁজখবর রেখে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন।”

এই ঐতিহাসিক রাইডে সাতক্ষীরা জেলা থেকে অংশ নেন আশিকুর রহমান, মেহেদী পারভেজ ও তামিম শাহরিয়ার। আশিকুর রহমান দক্ষিণের বার্তার সম্পাদক যিনি বাইক রাইডের পাশাপাশি এই আয়োজনকে মিডিয়ার মাধ্যমে পরিচিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৮ ডিসেম্বর টেকনাফ পৌঁছানোর পর বাইকাররা হোটেল অর্কিডে অবস্থান করেন। পরদিন ৯ ডিসেম্বর সকালে সাগরপাড়ে বিভিন্ন ফটো ও ভিডিও শুটের আয়োজন করা হয়। রাত ৯টা থেকে হোটেল অর্কিড প্রাঙ্গণে দেশি বাইকার ও ইয়ামাহার সৌজন্যে ৫৩ জন বাইক রাইডারকে সার্টিফিকেট প্রদান করা হয়। সেই সঙ্গে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর কনসার্ট, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে।

এই অনন্য আয়োজন দেশের বাইকারদের মধ্যে নিরাপদ রাইডিংয়ের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বাইকিং সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।