1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরে দৈনিক দেশ জনতার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে উপজেলা পর্যায়ে জলবায়ু বিষয়ে মতবিনিময় সভা উওর হাজীপুর জামায়াতে ইসলামীর জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে বিষ দিয়ে ধানের ফসল ক্ষতির অভিযোগ ডাকসুতে শিবিরের বিশাল জয় উপলক্ষে নূরনগর জামায়াতে পক্ষ থেকে মিষ্টি বিতরণ আটুলিয়ায় নির্বাচনী অফিস উদ্বোধন

গোবিন্দপুর পাবলিক লাইব্রেরি উদ্বোধন: এক নতুন অধ্যায়ের সূচনা

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সুপারিতালয় এলাকায় ১২ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নতুনভাবে উদ্বোধন হলো গোবিন্দপুর পাবলিক লাইব্রেরি। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারটি এতদিন মাটির ঘরে কার্যক্রম চালিয়ে আসছিল। দীর্ঘদিনের ভগ্নদশা কাটিয়ে এলাকাবাসীর উদ্যোগ ও বিভিন্ন প্রান্তের সহযোগিতায় নতুন পাকা ভবন নির্মাণের মধ্য দিয়ে গ্রন্থাগারের নতুন যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক কিংবদন্তি পৃথ্বীরাজ সেন, বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক শিশু সাহিত্যিক আব্দুল করিম, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের কর্মসচিব জয়দ্বীপ চন্দ, ও গোবিন্দপুর অনুরাজ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক চন্দ্রশেখর সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর ব্লকের সভাপতি রঞ্জনা কুন্ডু, সহ-সভাপতি শ্রীকান্ত ঘুঘু, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি বেগম, ব্লকের কর্মদক্ষ উৎপল দাস, মোশারফ হোসেন, বিপ্লব পাত্র, অভিনেত্রী মিষ্টি সাহা সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানটি সারা দিন ধরে বিভিন্ন আলোচনায় মুখরিত ছিল। আলোচনা সভায় উঠে আসে বিশ্বজুড়ে মনীষীদের আদর্শ এবং শিক্ষার গুরুত্ব। স্থানীয় কবি-সাহিত্যিক সনৎ কর্মকার, মদন কোলে, রবিন হাইত, ও চন্দ্র পাত্র তাদের উপস্থিতি দিয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। ছোট থেকে বড় সবাই অংশ নেয় নৃত্য, অঙ্কন, সঙ্গীত, আবৃত্তি, এবং নাটকের অনুষ্ঠানে, যা রাত্রি ১০টা পর্যন্ত চলতে থাকে।

বক্তব্যে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরে শিক্ষক মদন হাজরা বলেন, “এই লাইব্রেরি আগামী প্রজন্মকে নতুন দিশা দেখাবে এবং তাদের জীবন গঠনে সহায়ক হবে।” সভাপতিত্ব করেন প্রশান্ত দত্ত, যিনি এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোজ পাত্র। জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই প্রাণবন্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নতুন ভবনটি গোবিন্দপুর গ্রামের মানুষকে শিক্ষা ও সংস্কৃতির নতুন দিগন্তে নিয়ে যাবে—এমনটাই আশা সকলের।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।