1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরের ভূরুলিয়ায় অন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্যামনগরে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন নূরনগর জামায়াতে ইসলামীর মাসিক বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটুলিয়া যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শ্যামনগরে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – হাসপাতালের প্রশংসা

শ্যামনগরে মাহাব্বাহ এইড ও উৎসর্গ সোসাইটির উদ্যোগে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

মাহাব্বাহ এইড এর উদ্যোগে এবং উৎসর্গ সোসাইটির বাস্তবায়নে শ্যামনগরের কাঠালবাড়ি এজি মাধ্যমিক বিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় শ্যামনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ ও মানবতার কল্যাণে তার অবদানের উপর ভিত্তি করে বক্তৃতা প্রদান করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কাঠালবাড়ি এজি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আরিয়া বিনতে আজহার, দ্বিতীয় স্থান অধিকার করেন শ্যামনগর মডার্ণ স্কুলের ছাত্রী মাসুমা আক্তার ত্বহিরা, এবং তৃতীয় স্থান অধিকার করেন নকিপুর এইস সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আনিকা তাবাসসুম। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাব্বাহ এইডের হাফেজ মোহাম্মদ সালাহউদ্দিন এবং সভাপতিত্ব করেন উৎসর্গ সোসাইটির পরিচালক গাজী আব্দুর রউফ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন যুবনেতা সাঈদী হাসান বুলবুল, আসাদুজ্জামান ও আশিকুর রহমান।

প্রধান বক্তা হিসেবে সাইদী হাসান বুলবুল মহানবী (সাঃ)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাসূলুল্লাহ (সাঃ)-এর দয়া, ক্ষমাশীলতা, ন্যায়বিচার ও শান্তির বার্তা নিয়ে বক্তৃতাগুলো সাজানো হয়। এছাড়াও অনুষ্ঠানে অত্র স্কুলের প্রধান শিক্ষক এটিএম আজহারুল ইসলাম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা রাসূল (সাঃ)-এর জীবন থেকে মানবতার জন্য শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ছিলেন মানবতার অগ্রদূত, যিনি সহমর্মিতা, ভালোবাসা এবং ন্যায়বিচারের আদর্শে একটি সাম্যের সমাজ গড়ে তুলেছিলেন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।