আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর উওর হাজীপুর জামায়াতে ইসলামীর আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।(১৯ সেপ্টেম্বর ২৫) শুক্রবার সন্ধ্যা মাগরিবের নামাজ বাদ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড উওর হাজীপুর শাখার আয়োজনে ৪ নং ওয়ার্ড যুব বিভাগের সহ-সভাপতি রুহুল আমিন বাড়িতে জামায়াত ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াত ইসলামীর ইউনিয়ন আমীর ডাঃ আলহাজ্ব মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও ৪ নং ওয়ার্ডের
সেক্রেটারি আবু হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। এসময় তিনি বলেন,বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই আকাঙ্খা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো। এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানী দিতে জামায়াতের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমির মোঃ মজিবুর রহমান,বাইতুল মাল সম্পাদক মোঃ আবুল হোসেন,৪ নং ওয়ার্ড সহ-সভাপতি হাবিবুর রহমান,গোলাম রব্বানী,রমজান হোসেন, রহমাতুল্লাহ হালদার, মনির হোসেন, সাইফুল ইসলাম,মোবারক হোসেন, আসাদুল ইসলাম,রবিউল ইসলাম, ফারুক হোসেন, গোলাম মোস্তফা, নাজমুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।