1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন নূরনগর জামায়াতে ইসলামীর মাসিক বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটুলিয়া যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শ্যামনগরে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – হাসপাতালের প্রশংসা শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

ছাত্রদলের অভিযোগ মিথ্যা: ছাত্রশিবিরের সম্পৃক্ততা অস্বীকার, তদন্ত চলছে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

চট্রগ্রাম কলেজে সংঘটিত সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি জানান, ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে তিনি দাবি করেন।

হামলার ঘটনায় ছাত্রদলের চারজন নেতা গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে আছেন যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম, শরীফুল ইসলাম, নাঈম ভূঁইয়া ও সদস্য শোয়াইবুল ইসলাম। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিজ্জি আরও অভিযোগ করেন, এই হামলার নেতৃত্ব দেন ছাত্রশিবির চট্টগ্রাম নগরের (উত্তর) নেতা-কর্মীরা।

তবে ছাত্রশিবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। চট্টগ্রাম নগরের (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম জানান, তিনি এই সময় ঢাকায় অবস্থান করছিলেন এবং তার সংগঠনের কোনো নেতা-কর্মী এ ধরনের সহিংসতার সাথে জড়িত নয়। ফখরুল ইসলাম বলেন, “ছাত্রদলের এই অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। আমাদের সংগঠন সব সময় শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি বজায় রাখতে কাজ করে।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। বরং ছাত্রদল নিজেরাই বা অন্য কারো সাথে সংঘর্ষে জড়িয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং কলেজে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি।”

চট্টগ্রাম কলেজের অবস্থান নগরের চকবাজার থানার অন্তর্ভুক্ত এলাকায়। এই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, “ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দিয়েছে বলে শুনেছি। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনা কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

চট্টগ্রাম কলেজের সাম্প্রতিক এই সংঘর্ষ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।