বিশেষ প্রতিনিধি, বাগেরহাট:
মোংলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন। সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে মোংলায় ১৮ দিনব্যাপী এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হবে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেণীর ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা দেয়া হবে। কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন”।
সভায় ডা. মো. শাহিন জানান, “আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। বৈশ্বিকভাবে নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত হওয়ার হার চতুর্থ, তবে বাংলাদেশে এটি দ্বিতীয় অবস্থানে। ২০২০ সালের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে ৬ লাখের বেশি নারী এই ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রায় ৩ লাখের মৃত্যু ঘটে। এর ৯০ ভাগের বেশি মৃত্যুই ঘটে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে।”
আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে একযোগে শুরু হবে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম। মোংলায় এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৮৫৩ জন কিশোরী ওয়ানলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণের সুযোগ পাবেন। এ কার্যক্রমে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। যুক্তরাজ্যের একটি কোম্পানি এই টিকা সরবরাহ করছে, যার বাজারমূল্য ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা হলেও সরকার বিনামূল্যে তা প্রদান করবে।
সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবকুমার পাল, মেডিকেল অফিসার ডা. মোহাইমেন ইবনে মোস্তাফিজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আফসানা নাইমা হাসান, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট সুব্রত মন্ডল, ওসি (তদন্ত) প্রভাষ মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা।