আশিকুর রহমান, শ্যামনগর:
মহান বিজয় দিবসের ৫৩ বছর উদযাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় শ্যামনগর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর শহীদ মিনারে পৌঁছায়। সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে র্যালিটি পুনরায় উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালির প্রতিটি মুহূর্তে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় নারায়ে তাকবীর, যা সমগ্র এলাকা মুখরিত করে তোলে। বিজয় দিবসের এই আয়োজন ছিল শৃঙ্খলাপূর্ণ ও মনোমুগ্ধকর।
র্যালি শেষে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, “যারা আমাদের এ দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, তিনি আমাদের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন।”
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান বলেন, “বাংলার মাটিতে আমরা আর কোনো ষড়যন্ত্রের জাল বিছাতে দেবো না। সকল প্রকার ষড়যন্ত্র বাংলাদেশ জামায়াত ইসলামী রুখে দিবে ইনশাআল্লাহ।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মজিদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, যুব সভাপতি সাঈদী হাসান বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা এতে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।